রাঙ্গুনিয়ায় আন্ন শিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বোরবার( ১৮ ফেব্রুয়ারী) বিকেলে মোস্তফা রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-প্রধান প্রকৌশলী ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা ইকবাল টিপু। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। উদ্বোধক ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি এন্ড টেকনোলজির সাবেক উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল (অব.)। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এমরুল করিম রাশেদ। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি বদিউর খায়ের চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক মো. ইউনুচ।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবু বক্কর’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে. এম সুজা উদ্দীন, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সদস্য শওকত বিন ইউনুচ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস মেম্বার প্রমুখ।