রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহপাড়ার উত্তর পার্শ্বে কাজী পাড়া রাস্তার মাথা এলাকায় আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এ.কে. স্টিল এন্ড ফার্ণিচার মার্ট নামে নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানের।
শুক্রবার (৭ জুন) বিকালে ফিতাকেটে এ.কে. স্টিল এন্ড ফার্ণিচার মার্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা যুব লীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক হাজী আবুল কালাম, বিশিষ্ট সমাজসেবক সিরাজুল করিম বিপ্লব, ব্যাংকার ওয়াহিদুজ্জামান সুমন, আলমশাহ পাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, লিয়াকত আলি মেম্বার, মো. আওয়াল, মো. ছোটন, নোমান সিকদার প্রমুখ।
এই প্রতিষ্ঠানে পছন্দের সব ধরণের দেশী-বিদেশী স্টিল ও ফার্নিচার সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাবে এবং ফার্নিচারের গুণগত মান শতভাগ নিশ্চয়তা দিয়ে বিক্রি করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। এ.কে. স্টিল এন্ড ফার্ণিচার মার্টে পাওয়া যাবে স্টীল আলমারী, স্টীল ওয়াল সুকেইস, ভিআইপি কর্ণার সোফা ও গ্লাস টি-টেবিল, গ্লাস ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ওভার ড্রপ, ওয়াল সুকেইস, বক্সখাট, প্লেইন খাট, সিঙ্গেল খাট, চেয়ার-টেবিলসহ অটোবি, আরএফএল, বেঙ্গল, আকিজ এবং এসআইসহ বিভিন্ন প্রশিদ্ধ কোম্পানির যাবতীয় মালামাল পাওয়া যাবে এই প্রতিষ্ঠানে। তাই ন্যায্য দামে ভালো জিনিস পেতে এ.কে. স্টিল এন্ড ফার্ণিচার মার্টে আসার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।