চট্টগ্রামের রাঙ্গুনিয়া পারুয়া প্রবাসী বিএনপি ঐক্য পরিষদ দলীয় কর্মসূচির বাইরে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ৫ নং পারুয়া ইউনিয়নে একাধিক সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় ৪ নং ওয়ার্ডের ১ জন এবং ৮ নং ওয়ার্ডের ২ জনসহ মোট ৩ জন ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় সিএনজি সহ আহত মধ্য পারুয়ার সিএনজি চালক আব্দুল মান্নানকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়াও পারুয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ফোমযুক্ত স্টিল চেয়ার অনুদান দেন সংগঠনের নেতৃবৃন্দ। একইদিনে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয় পারুয়া প্রবাসী বিএনপি ঐক্য পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ করিমকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারুয়া প্রবাসী বিএনপি ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব আলম, সহ-সংস্কৃতিক সম্পাদক মো. মামুন, উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য মোহাম্মদ আবু তৈয়ব, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ রেজাউল করিম সিকদার, সহ-সভাপতি মো. রেজাউল করিম, প্রচার সম্পাদক মো. সাঈম, ত্রাণ বিষয়ক সম্পাদক ইসমাইল রানা, ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রবাস থেকে সহযোগিতা করেছেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব মো. জাহাঙ্গীর আলম সিকদার, সংগ্রামী সভাপতি জনাব তৈয়ব খান, বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ তালুকদারসহ পারুয়া প্রবাসী বিএনপি ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ।