চট্টগ্রাম 11:56 am, Friday, 15 August 2025

রাঙ্গুনিয়া প্রাণীসম্পদ কার্যালয় থেকে চুরি যাওয়া টিভি-প্রিন্টার উদ্ধার; চোর গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রাণিসম্পদ কার্যালয় থেকে চুরি হওয়া একটি টিভি ও প্রিন্টারসহ এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে চোরাই মালসহ তাকে আটক করে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গত ১০ আগস্ট সকাল ৯টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীরা অফিসে এসে দেখতে পান, দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে অজ্ঞাত চোরেরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তারের কক্ষ থেকে একটি প্রিন্টার মেশিন ও একটি এলইডি টিভি চুরি করে নিয়ে গেছে। অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রাঙ্গুনিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৩৫) চুরির সঙ্গে জড়িত।

তদন্তকারী কর্মকর্তা এসআই মো. গোলাম মোস্তফা সাক্ষীদের উপস্থিতিতে বুধবার রাতে অভিযান চালিয়ে আসামির বাড়ির টয়লেটের সানসিডের ওপর পর্দা দিয়ে লুকানো অবস্থায় চোরাই মাল উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামাল এজাহারে বর্ণিত আলামতের সঙ্গে মিলে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলম চুরির ঘটনার সত্যতা স্বীকার করে। পরে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পূর্বেও একই ধারায় একাধিক মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ওজনে কারচুপি ও বিনা লাইসেন্সে খাদ্য তৈরীর অপরাধে ৩০ হাজার টাকা অর্থদন্ড

রাঙ্গুনিয়া প্রাণীসম্পদ কার্যালয় থেকে চুরি যাওয়া টিভি-প্রিন্টার উদ্ধার; চোর গ্রেপ্তার

Update Time : 07:07:53 pm, Thursday, 14 August 2025

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রাণিসম্পদ কার্যালয় থেকে চুরি হওয়া একটি টিভি ও প্রিন্টারসহ এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে চোরাই মালসহ তাকে আটক করে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গত ১০ আগস্ট সকাল ৯টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীরা অফিসে এসে দেখতে পান, দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে অজ্ঞাত চোরেরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তারের কক্ষ থেকে একটি প্রিন্টার মেশিন ও একটি এলইডি টিভি চুরি করে নিয়ে গেছে। অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রাঙ্গুনিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৩৫) চুরির সঙ্গে জড়িত।

তদন্তকারী কর্মকর্তা এসআই মো. গোলাম মোস্তফা সাক্ষীদের উপস্থিতিতে বুধবার রাতে অভিযান চালিয়ে আসামির বাড়ির টয়লেটের সানসিডের ওপর পর্দা দিয়ে লুকানো অবস্থায় চোরাই মাল উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামাল এজাহারে বর্ণিত আলামতের সঙ্গে মিলে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলম চুরির ঘটনার সত্যতা স্বীকার করে। পরে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পূর্বেও একই ধারায় একাধিক মামলা রয়েছে।