রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর রুখুনুল ইসলাম খন্ডলিয়া পাড়া মাদ্রাসার বার্ষিক সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়া উপজেলার মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। এসময় তিনি ইসলামী দলগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সমাজে ন্যায়, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শক্তিগুলোর ঐক্য আজ সময়ের অপরিহার্য দাবি।”
ডা. রেজাউল করিম বলেন, রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা, চিকিৎসা ও সড়ক যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সন্ত্রাস, মাদক ও সামাজিক অবক্ষয় দূরীকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়া উপজেলা আমীর হাসান মুরাদ, নায়েবে আমীর মাওলানা শওকত হোসেনসহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা ইসলামি শিক্ষা বিস্তার, নৈতিকতা চর্চা এবং সমাজে আদর্শ নাগরিক গঠনে মাদ্রাসার ভূমিকার ওপর গুরুত্ব দেন।
শেষে তিনি সভায় আসা সকলের সাথে কৌশল বিনিময় করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 








