রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও রক্তদান সচেতনতা মূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাঙ্গুনিয়া সরকারি কলেজ ও রাঙ্গুনিয়া মহিলা কলেজে দিনব্যাপী এই কর্মসূচি আয়োজন করা হয়।
দিনের শুরুতে দুই কলেজের শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়। পরে রাঙ্গুনিয়া মহিলা কলেজের মিলনায়তনে রক্তদান সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ছরোয়ার ছালেক সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ডা. প্রবীর খিয়াং, শিক্ষক অসীম কুমার শীল, মানব মিত্র বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান, সংবাদকর্মী ইসমাইল হোসেন, ব্লাড ব্যাংকের হাবিবুর রহমান হাবিব, আদনান ফাহিম ও উম্মে হাবিবা প্রমুখ।
সভায় বক্তারা নিয়মিত রক্তদানের গুরুত্ব, রক্তের অভাবে মানুষের জীবন বাঁচানোর তাৎপর্য ও তরুণ প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রক্তদানে সচেতনতা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















