রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ায় অবস্থিত রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আজিজুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৭ মে) সকাল ৯টা ১০মিনিটের দিকে স্ট্রোক করে ইন্তেকাল করেন। মুহাম্মদ আজিজুর রহমান(৫০) উপজেলার ১৪নং দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সোনারগাঁও তালুকদার পাড়া’র নুরুল আমিনের ছেলে।
পরিবার সূত্রে জানাযায়, শিক্ষক আজিজুর রহমান সকালে হঠাৎ ঘরে স্ট্রোক করলে তাৎক্ষণিক রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতাল এ নিয়ে গেলে সেখানে তিনি মারা যায়। তার শরীরে বিভিন্ন রোগ বাসা বেধেছিল দীর্ঘদিন ধরে। তিনি ডায়াবেটিস-সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।