বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে লালানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। আজ শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে বেবীবাদ জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অনন্য। আমরা তাঁর সুস্থতা কামনা করি এবং তাঁর নেতৃত্বে দেশকে আবারও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে নিতে চাই।” এছাড়া বিএনপি ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী’র সুস্থতা কামনায় দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রুখন উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা মোহসেন সাহেব, আবদুল অদুদ, ইউনিয়ন যুবদল নেতা মো. দিদার, মো. কুদ্দুর, মো. তাহের, মো. খোরশেদ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ইরফান, যুগ্ম আহবায়ক মো. ওমর ফারুক, সিনিয়র সদস্য মো. হানিফ, মো. রাশেদ, মো.আনোয়ার, ছাত্র দল নেতা সোহেল প্রমুখ।
মাহফিলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।