চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত করেছেন। এ নিয়ে দুইবার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
মীর মোহাম্মদ জাহাঙ্গীর ১৯৯৭ সালে আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। এবং ২০১৩ সালে হতে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। ২০১৮ সালেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছিলেন।
এদিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার (১৮ মে) মাদ্রাসার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ এবিএম কুতুব উদ্দিন, ফকী মাহামুদুল হাসান, সহকারী অধ্যাপক মাওলানা মো. হারুন, মো. আকতার হোসেন, মো. আলমগীর চৌধুরী, আ.ন.ম গিয়াস উদ্দিন, মুফাসসির আবদুর শহীদ প্রমুখ ।