চট্টগ্রাম 2:00 am, Wednesday, 1 October 2025

রামগড়ে অবৈধভাবে বালি উত্তোলনকারীর ১ বছরের জেল

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করায় মো: জহির নামের এক জনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে, রামগড় ইউএনও এর মোবাইল কোর্ট।

৩০ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে রামগড় সদর ইউনিয়নের থানাচন্দ্র পাড়ায় মোবাইল কোর্টের অভিযানে মো: জহির কে, ড্রেজারের মাধ্যমে কৃষি জমির উপরিভাগের বালু ও মাটি উত্তোলন, কৃষি জমি বিনষ্ট, প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র বিনষ্ট সহ আশেপাশের এলাকার ভূমির মারাত্মক ক্ষতিসাধনের অপরাধে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০(সংশোধিত ২০২৩) এর ধারা ৭ক এর উপধারা (গ),(ঘ) ও (ঙ) এর অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত স্থান থেকে ৮১০০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আশেপাশের কৃষি জমি বিনষ্ট হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে রামগড় উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অবৈধভাবে বালু উত্তোলনকারী সকলকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। এসব অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন সকলের সহযোগীতা কামনা করছে।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
উক্ত স্থানে অতীতেও বালু উত্তোলনের অপরাধে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামগড়ে অবৈধভাবে বালি উত্তোলনকারীর ১ বছরের জেল

রামগড়ে অবৈধভাবে বালি উত্তোলনকারীর ১ বছরের জেল

Update Time : 10:30:14 pm, Tuesday, 30 September 2025

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করায় মো: জহির নামের এক জনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে, রামগড় ইউএনও এর মোবাইল কোর্ট।

৩০ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে রামগড় সদর ইউনিয়নের থানাচন্দ্র পাড়ায় মোবাইল কোর্টের অভিযানে মো: জহির কে, ড্রেজারের মাধ্যমে কৃষি জমির উপরিভাগের বালু ও মাটি উত্তোলন, কৃষি জমি বিনষ্ট, প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র বিনষ্ট সহ আশেপাশের এলাকার ভূমির মারাত্মক ক্ষতিসাধনের অপরাধে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০(সংশোধিত ২০২৩) এর ধারা ৭ক এর উপধারা (গ),(ঘ) ও (ঙ) এর অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত স্থান থেকে ৮১০০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আশেপাশের কৃষি জমি বিনষ্ট হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে রামগড় উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অবৈধভাবে বালু উত্তোলনকারী সকলকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। এসব অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন সকলের সহযোগীতা কামনা করছে।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
উক্ত স্থানে অতীতেও বালু উত্তোলনের অপরাধে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।