পুরোনো ব্যাটারি পুড়িয়ে অবৈধ ভাবে সীসা তৈরী করার অপরাদে রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামিম এর আদালত এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছে।
২০ আগষ্ট দুপুর একটার দিকে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়িতে একটি অবৈধ সীসা তৈরির কারখানায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এসময় কারখানার দায়িত্বরত মো: ফজলুল ইসলাম নামক ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর অধীন এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কারখানাটিতে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছিল।
এর ফলে মানবস্বাস্থ্যের ঝুঁকিসহ আশেপাশের পরিবেশ হুমকির মুখে পড়েছে। সর্বশেষ আদালত কর্তৃক কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।