চলতি রবি মৌসুমে সরিষা আবাদ সম্প্রসারণে লক্ষ্যে খাগড়াছড়ির রামগড় উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে রামগড় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম।
এসময় আরও উপস্থিত ছিলো বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সহ উপকার ভোগী কৃষক বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের উদ্দেশে আধুনিক কৃষি প্রযুক্তি, সার ব্যবস্থাপনা ও ফলন বৃদ্ধিমূলক কার্যকর পরামর্শ প্রদান করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুমন মিয়া বলেন,
“রামগড় উপজেলার ২টি ইউনিয়ন ৬টি পৌরএলাকার ১ টিসহ ৭ টি ব্লকর মোট ১৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে ।
রামগড় প্রতিনিধি 

















