খাগড়াছড়ির রামগড়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর সন্ধ্যায় রামগড় উপজেলা প্রেস ক্লাবের হল রুমে উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক তারেক হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “পার্বত্য চট্টগ্রামের নাগরিকদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র পরিষদকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও রামগড় উপজেলা শাখার নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















