রামগড় পৌরসভার ৭ নং ওয়র্ডের পূর্ব বলিটিলায় ২০ আগষ্ট দিবাগত রাতের কোন এক সময় মা আমেনা আক্তার ও মেয়ে রাহেনা আক্তার কে গলাকেটে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্ত।
সরজমিনে গিয়ে জানা যায় হত্যার শিকার আমেনা আক্তার (১০০) স্বামী মৃত মির হোসেন রাহেনা আক্তার (৪৫) স্বামী ওমান প্রবাসী মো: মোস্তফা নিরিবিলি এলাকায় নিজ বাড়িতে বসবাস করত, গত রাতের কোন এক সময় নিজেদের বিছানায় তাদেরকে গলাকেটে হত্যা করে।
সকালে তাদের কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে ডুকেদেখে, মা- মেয়ে দু’জন আলাদা বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও রামগড় থানার ওসি সহ পুলিশের একটি দল ঘটনার স্থলে উপস্থিত হয়।
এবিষয় রামগড় থানার ওসি জানায় খাগড়াছড়ি সদর হতে সিআইডি পুলিশের ফরেন্সি টিম এসে আলামত সংগ্রহের পর লাশ উদ্ধার করা হবে।