১ নভেম্বর সারাদেশের মতো রামগড়েও আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ, উপজেলা জামায়াতে ইসলামের আমির ফয়েজ আহাম্মদ, ট্রাক-মিনিট্রাক শ্রমিক সমিতির সভাপতি সুজায়েত আলী এবং রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সংহতির একটি কার্যকর উপায়। গ্রামীণ উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য।
রামগড় প্রতিনিধি 








