খাগড়াছড়ির রামগড় থানায় ১৩ আগষ্ট ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২টায় রামগড় থানার কনফারেন্স রুমে অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল বিপিএন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন পিপিএম সেবা, রামগড় থানার ট্রাফিক ইন্সপেক্টর জয় দেব গোপাল নাথ।
সভায় প্রধান অতিথি রামগড় থানার আইন-শৃংখলা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপার এর পক্ষ থেকে সকল সহযোগিতা কামনা করা হয় এবং এলাকার মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, চুরি-ডাকাতি এবং শান্তি-শৃঙ্খলা রক্ষার বিষয়ে উপস্থিতিদের পক্ষ থেকে কমিউনিটি পুলিশিং কমিটি ও রামগড় থানা পুলিশ কে কার্যকরী ভুমিকা রাখার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন সাধারন সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া, বাংলাদেশ জামায়াতের ইসলামী রামগড় শাখার আমীর ফয়েজুর রহমান, রামগড় পৌর বিএনপির সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, রামগড় বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন সহ রাজনৈতিক- সামাজিক, ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ, গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।