রাস্ট্রীয় মর্যাদায় হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম কামাল উদ্দিন হায়দারের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ মে) বাদ জুমা তার নিজ এলাকায় জানাযা নামাজ শেষে রাস্ট্রীয় মর্যাদায় মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, গত কয়েকদিন পূর্বে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মরহুম কামাল উদ্দিন হায়দার (৭০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই কন্যা এক ছেলে নাতি নাতনী আত্নীয়স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে যান।