আগুন থেকে পাসপোর্ট বাঁচাতে গিয়ে নিজেই চলে গেলেন না ফেরার দেশে।
রিয়াদের বাথাস্থ ফাইভ বিল্ডিং এর প্লে-স্টেশন ব্যবসায়ী আব্দুল কাদের নামের এক বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়েছে৷
আজ ২৩ মে বৃহস্পতিবার দুপুর একটার দিকে ফাইভ বিল্ডিংয়ের তিন নম্বর বিল্ডিংয়ের ৮ তলায় আগুন লাগে।
মরহুম আবদুল কাদের তখন বিল্ডিংয়ের নীচ তলায় মার্কেটে ছিলেন।
আগুনের ভয়াবহতা দেখে বাসা থেকে নিজের পাসপোর্ট উদ্ধার করতে গিয়ে আগুনের কালো ধোঁয়ায় শ্বাস ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম আব্দুল কাদের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন দক্ষিণ রাজানগর ইউনিয়নের সাদেকের পাড়ার ৬ নম্বর ওয়ার্ডের
মোহাম্মদ নুরুচ্ছাফার পুত্র বলে জানা যায়। ফায়ার সার্ভিস টীম আগুন নিয়ন্ত্রণ আনার পর আব্দুল কাদেরের মরদেহ সমিচি হসপিটালের হিম ঘরে রাখা হয়েছে। অফিসিয়াল আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ দেশে পাঠানো হবে বলে জানান চট্টগ্রাম সমিতি রিয়াদ এর নেতৃবৃন্দ।