চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইমার্জিং সন্দ্বীপ। সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে আয়োজিত এই উদ্যোগটি অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সমাজসেবা অফিস কক্ষে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমা। তিনি বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। তারা যেন স্বাভাবিক জীবনে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই আমাদের কাজ করে যেতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ আখতারুজ্জামান সুজন, সেক্রেটারি, অফিসার্স ক্লাব, সন্দ্বীপ মহসিন আলম, উপজেলা সমাজসেবা অফিসার রবিউল ইসলাম, সহকারী প্রকৌশলী সন্দ্বীপ পৌরসভা, ফেরদৌস আহমেদ কৌশিক সাবেক সভাপতি লায়ন্স ক্লাব,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুব আলম, যিনি লায়ন্স ক্লাব অব চিটাগাং ইমার্জিং সন্দ্বীপ-এর গুরুত্বপূর্ণ সদস্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তারা লায়ন্স ক্লাবের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে হুইল চেয়ার হস্তান্তর করা হয়। হুইল চেয়ার পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এই উদ্যোগ প্রমাণ করে, সমাজের প্রতি দায়বদ্ধতা ও সহানুভূতির হাত বাড়িয়ে দিলে একটি সুন্দর ও সমানাধিকার ভিত্তিক সমাজ গড়া সম্ভব।