রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে ৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় ইউএনও নাজমুল হাসান বলেন, “শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও উচিত শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা।” তিনি আরও বলেন, শীত মৌসুমে যাতে কেউ কষ্ট না পায় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
রাঙ্গামাটি (চট্টগ্রাম) প্রতিনিধি 


















