রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন বিএনপির মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে লালানগর মকবুল চৌধুরী বাড়ির তৎকালীন বৃহত্তর হোছনাবাদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরীর উঠানে আয়োজিত এ দোয়া মাহফিলে সহস্রাধিক নারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লালানগর ইউনিয়ন মহিলা দলের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য জমিলা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া আসনের ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরীর মা ফরহাত কাদের চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি আবেগাপ্লুত কণ্ঠে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতিচারণ করেন এবং হুমাম কাদের চৌধুরীর দীর্ঘ সাত মাস আয়নাঘরে কাটানো সময়ের কথাও উল্লেখ করেন।

এডভোকেট ইমরান হোসাইন চৌধুরীর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন, লালানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক লিয়াকত আলী মেম্বার, সদস্য সচিব আব্দুল মোনাফ, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. সুমন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রবিউল হাসানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
শেষে কুরআন তেলওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















