প্রেস বিজ্ঞপ্তিঃঃ লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী এবং লিও ক্লাব অব চিটাগং অগ্রণী’র আয়োজনে শনিবার (১৫ অক্টোবর ২২ ইং) দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরাণীহাট সিটি সেন্টার প্রাঙ্গণে ফ্রী স্বাস্থ্য সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচীর আওতায় ৫৫ জন শিশুর সুন্নতে খৎনা, দুই শতাধিক চক্ষু পরিক্ষা, ৩৫ জন নারীর নাক-কান ছেদন,দুই শতাধিক রুগীকে মেডিসিন বিশেষজ্ঞ এবং গাইনী বিশেষজ্ঞ দ্বারা স্বাস্থ্য সেবা,তিন শতাধিক মানুষকে রক্তের গ্রুপ নির্ণয়,শতাধিক লোকের ডায়াবেটিস পরিক্ষা,তিনশত ফলজ,বনজ এবং ওষধি বৃক্ষ বিতরণ, দুইশ বাচ্চাদের মাঝে খাবার বিতরণ,ডেঙ্গু ও মশা নিধনের ওষুধ স্প্রে, চাইল্ডহুড ক্যন্সার, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া ও প্লাস্টিক ব্যবহারে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স জেলা ৩১৫-বি৪,বাংলাদেশের জেলা গভর্নর লায়ন শেখ সামছুদ্দীন আহমেদ সিদ্দিকী (পিএমজেএফ), রিজিওন চেয়ারপারসন লায়ন মীর্জা আকবর আলী চৌধুরী (এমজেএফ), রিজিওন চেয়ারপারসন লায়ন কাজী জহিরুল ইসলাম (এমজেএফ), রিজিওন চেয়ারপারসন ও লিও ক্লাব এডভাইজর লায়ন পলাশ ধর, জোন চেয়ারপারসন লায়ন নেছার আহমেদ, লায়ন মীর আক্তার হোসাইন, লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী’র সভাপতি লায়ন হাজী দেলোয়ার হোসেন, সদ্য প্রাক্তন সভাপতি লায়ন এস.এম.মোকলেছুর রহমান,ভাইস প্রেসিডেন্ট লায়ন জালাল উদ্দীন, লায়ন সাইফুল আজম সেলিম,লায়ন আব্রার আহমেদ,রিজিওন ডিরেক্টর লিও অনুপ কুমার দাশ, জোন ডিরেক্টর লিও জামান ইমরুল হাসান, লিও ক্লাব অব চিটাগং অগ্রণী’র সভাপতি লিও মোঃ সরওয়ার জাহান প্রিন্স, সহ-সভাপতি লিও মাহবুবুর রহমান সজীব,লিও আশরাফুল আলম সজীব,সেক্রেটারি লিও অক্ষয় দাশ,কোষাধ্যক্ষ লিও আনিসুর রহমান,লিও সৌফাইদা, লিও রেজাউল ইমন,লিও পূজা নন্দী,লিও তাইফা,লিও অন্তু, লিও মার্টিনা দাশ,লিও শ্রাবণী, লিও প্রিয়া,লিও জান্নাতুল ফেরদৌস,লিও সাইবা,লিও তাবাচ্ছুম জয় প্রমুখ।