”লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু” এর উদ্যোগে গার্ডেনভিউ ন্যাশনাল একাডেমি তে পরিবেশ জনসচেতনতা বৃদ্ধি , বৃক্ষ রোপণ এবং শিক্ষা উপকরণ বিতরণ এর আয়োজন করা হয়েছে। রবিবার (১৭ আগষ্ট) বিকেলে এই কর্মসূচি পালন করা হয়।
এই আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের শিক্ষার সুযোগকে আরও সমৃদ্ধ করা সদস্যদের মধ্যে ঐক্য ও সহযোগিতা দৃঢ় করা।
উক্ত প্রোগ্রাম এ উপস্থিত ছিলেন “লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু” এর খুলশী ব্লু এর সম্মানিত এডভাইজর লায়ন এস এম কামাল হোসেন এবং ‘লায়ন্স ক্লাব চিটাগং খুলশী’ এর সম্মানিত প্রেসিডেন্ট লায়ন কাজী জসীম উদ্দিন।
এছাড়া লিওদের মাঝে উপস্থিত ছিলো লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু এর প্রেসিডেন্ট লিও পৃথ্বী সাহা, ভাইস প্রেসিডেন্ট লিও তানজিদ, জয়েন্ট সেক্রেটারি লিও প্রিন্স মজুমদার,জয়েন্ট সেক্রেটারি লিও আবরাজ, জয়েন্ট ট্রেজারার লিও আপন বড়ুয়া, জয়েন্ট ট্রেজারার লিও পাপিয়া দাশ, প্রোগ্রাম কো অর্ডিনেটর লিও শিহাব ইসলাম তাহান, সদস্য লিও ফাহাদ রাজ, সদস্য জাহিদুল ইসলাম প্রমুখ।