চট্টগ্রাম 4:32 pm, Monday, 1 September 2025

লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের দুই রিজিয়নের স্কুলিং অনুষ্ঠিত

‎লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের দুই রিজিয়নের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো “লিও লিডারশিপ & ক্যারিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং”। ‎শনিবার (৩০ আগস্ট) এই স্কুলিং অনুষ্ঠিত হয়। ‎

লিও জেলা রিজিয়ন ডিরেক্টর-১ লিও রাজিব চন্দ্র পালের সভাপতিত্বে জেলার অন্তর্ভুক্ত ২টি রিজিয়নের মোট ৮টি লিও ক্লাব অংশগ্রহণ করে। ‎ ‎অংশগ্রহণকারী ক্লাবসমূহ হলো রিজিয়ন-১ থেকে: লিও ক্লাব অব চিটাগাং ক্লাসিক, লিও ক্লাব অব চিটাগাং এভারগ্রীন, লিও ক্লাব অব চিটাগাং হিলভিউ, লিও ক্লাব অব চিটাগাং নিউ পোর্ট সিটি, লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু।

‎অন্য রিজিয়ন থেকে: লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই, লিও ক্লাব অব চিটাগাং খাতুনগঞ্জ, লিও ক্লাব অব পারিজাত এলিট। ‎

প্রথম পর্বে- সদস্যদের রিপোর্টিংয়ের পর পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ‎এরপর জাতীয় সংগীত, আনুগত্য শপথ ও লিও প্লেজ পাঠের মাধ্যমে লিওজমের চিরাচরিত ধারা বজায় রাখা হয়। ‎ ‎লায়ন্স–লিও জেলা নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং ৮টি ক্লাবের দুই শতাধিক লিও সদস্যদের উপস্থিতিতে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হল হয়ে ওঠে প্রাণবন্ত।

‎ ‎দ্বিতীয় পর্বে- সম্মানিত ট্রেইনার লায়ন শাহারিয়ার ইকবাল ও লায়ন আরিফ আহমেদ ৪০ মিনিট ব্যাপী দুটি সেশনে লিডারশিপ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। ‎সেশনের পর “নলেজ নক আউট” নামে একটি বিশেষ পর্বে অংশগ্রহণকারী লিওদের জ্ঞান যাচাই করা হয় এবং বিজয়ী ৫ জন লিওকে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ‎এছাড়া ট্রেইনার এবং ৮টি ক্লাবের সভাপতিদেরকেও রিজিয়ন ডিরেক্টরের পক্ষ থেকে টোকেন অব লাভ প্রদান করে সম্মানিত করা হয়।

‎ ‎উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ লায়ন আরিফ আহমেদ, লায়ন হোমায়রা কবির চৌধুরী, লায়ন কাজী জসীম উদ্দিন, লায়ন তৌফিক, লায়ন এস এম কামাল হোসাইন, লায়ন শাহেদ সোহেল চৌধুরী, লায়ন স্মৃতি কনা দাস, লায়ন মো: রফিকুল ইসলাম, লায়ন এ এস এন ইউনুস আব্বাস চৌধুরী, লায়ন দিলিপ কুমার শিল, লায়ন মোঃ আলমগীর হোসাইন। ‎ ‎লিও জেলার নেতৃবৃন্দ হিসেবে জেলা সভাপতি লিও শওকত হোসেন, আইপিপি লিও দীপ্ত দে, জেলা সেক্রেটারি লিও রাফিদ মো: আহনাফ, জেলা ট্রেজারার লিও এইচ এম ইমরান নিক্সন, জিএলটি জেলা কো-অর্ডিনেটর লিও পল্লব বড়ুয়া, রিপোর্টিং চেয়ারম্যান লিও মো: ইমরান হোসেন, রিজিয়ন ডিরেক্টর লিও আসিফুল ইসলাম, জোন ডিরেক্টর লিও এমডি মানিক, লিও ফয়েজ উদ্দিন সাদ, লিও মো: সাইমুন ইসলাম চৌধুরী, লিও ইফতি ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ। ‎

‎অংশগ্রহণকারী ক্লাব সভাপতি- লিও শুভ বিশ্বাস, লিও মো: শরফুদ্দিন সিকদার তানিম, লিও তাহিম উদ্দিন নিহাদ, লিও ইমন তালুকদার, লিও পৃথ্বী সাহা, লিও আব্দুর রহমান রাহাত, লিও মুহাম্মদ ইকবাল হোসাইন, লিও আইনুল ইসলাম চৌধুরী। তাদের নেতৃত্বে প্রতিটি ক্লাবের সদস্যরা প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন।

‎ ‎অতিথিবৃন্দের বক্তব্য শেষে প্রোগ্রামের সভাপতি লিও রাজিব চন্দ্র পাল সমাপনী বক্তব্য প্রদান করেন এবং আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের দুই রিজিয়নের স্কুলিং অনুষ্ঠিত

Update Time : 02:18:17 pm, Monday, 1 September 2025

‎লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের দুই রিজিয়নের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো “লিও লিডারশিপ & ক্যারিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং”। ‎শনিবার (৩০ আগস্ট) এই স্কুলিং অনুষ্ঠিত হয়। ‎

লিও জেলা রিজিয়ন ডিরেক্টর-১ লিও রাজিব চন্দ্র পালের সভাপতিত্বে জেলার অন্তর্ভুক্ত ২টি রিজিয়নের মোট ৮টি লিও ক্লাব অংশগ্রহণ করে। ‎ ‎অংশগ্রহণকারী ক্লাবসমূহ হলো রিজিয়ন-১ থেকে: লিও ক্লাব অব চিটাগাং ক্লাসিক, লিও ক্লাব অব চিটাগাং এভারগ্রীন, লিও ক্লাব অব চিটাগাং হিলভিউ, লিও ক্লাব অব চিটাগাং নিউ পোর্ট সিটি, লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু।

‎অন্য রিজিয়ন থেকে: লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই, লিও ক্লাব অব চিটাগাং খাতুনগঞ্জ, লিও ক্লাব অব পারিজাত এলিট। ‎

প্রথম পর্বে- সদস্যদের রিপোর্টিংয়ের পর পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ‎এরপর জাতীয় সংগীত, আনুগত্য শপথ ও লিও প্লেজ পাঠের মাধ্যমে লিওজমের চিরাচরিত ধারা বজায় রাখা হয়। ‎ ‎লায়ন্স–লিও জেলা নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং ৮টি ক্লাবের দুই শতাধিক লিও সদস্যদের উপস্থিতিতে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হল হয়ে ওঠে প্রাণবন্ত।

‎ ‎দ্বিতীয় পর্বে- সম্মানিত ট্রেইনার লায়ন শাহারিয়ার ইকবাল ও লায়ন আরিফ আহমেদ ৪০ মিনিট ব্যাপী দুটি সেশনে লিডারশিপ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। ‎সেশনের পর “নলেজ নক আউট” নামে একটি বিশেষ পর্বে অংশগ্রহণকারী লিওদের জ্ঞান যাচাই করা হয় এবং বিজয়ী ৫ জন লিওকে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ‎এছাড়া ট্রেইনার এবং ৮টি ক্লাবের সভাপতিদেরকেও রিজিয়ন ডিরেক্টরের পক্ষ থেকে টোকেন অব লাভ প্রদান করে সম্মানিত করা হয়।

‎ ‎উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ লায়ন আরিফ আহমেদ, লায়ন হোমায়রা কবির চৌধুরী, লায়ন কাজী জসীম উদ্দিন, লায়ন তৌফিক, লায়ন এস এম কামাল হোসাইন, লায়ন শাহেদ সোহেল চৌধুরী, লায়ন স্মৃতি কনা দাস, লায়ন মো: রফিকুল ইসলাম, লায়ন এ এস এন ইউনুস আব্বাস চৌধুরী, লায়ন দিলিপ কুমার শিল, লায়ন মোঃ আলমগীর হোসাইন। ‎ ‎লিও জেলার নেতৃবৃন্দ হিসেবে জেলা সভাপতি লিও শওকত হোসেন, আইপিপি লিও দীপ্ত দে, জেলা সেক্রেটারি লিও রাফিদ মো: আহনাফ, জেলা ট্রেজারার লিও এইচ এম ইমরান নিক্সন, জিএলটি জেলা কো-অর্ডিনেটর লিও পল্লব বড়ুয়া, রিপোর্টিং চেয়ারম্যান লিও মো: ইমরান হোসেন, রিজিয়ন ডিরেক্টর লিও আসিফুল ইসলাম, জোন ডিরেক্টর লিও এমডি মানিক, লিও ফয়েজ উদ্দিন সাদ, লিও মো: সাইমুন ইসলাম চৌধুরী, লিও ইফতি ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ। ‎

‎অংশগ্রহণকারী ক্লাব সভাপতি- লিও শুভ বিশ্বাস, লিও মো: শরফুদ্দিন সিকদার তানিম, লিও তাহিম উদ্দিন নিহাদ, লিও ইমন তালুকদার, লিও পৃথ্বী সাহা, লিও আব্দুর রহমান রাহাত, লিও মুহাম্মদ ইকবাল হোসাইন, লিও আইনুল ইসলাম চৌধুরী। তাদের নেতৃত্বে প্রতিটি ক্লাবের সদস্যরা প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন।

‎ ‎অতিথিবৃন্দের বক্তব্য শেষে প্রোগ্রামের সভাপতি লিও রাজিব চন্দ্র পাল সমাপনী বক্তব্য প্রদান করেন এবং আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।