বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু’র মৃত্যুতে শোক জানিয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বিজ্ঞপ্তিতে তিনি জানান, মহিউদ্দিন শাহ আলম নিপু ছিলেন আপাদমস্তক সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব। তিনি একাধারে লেখক, গবেষক ও প্রকাশক।
ঐহিত্যবাহী পারিবারিক বলয়ের আলোকিত সন্তান হয়েও অত্যন্ত সাদামাটা ও পরোপকারী জীবনযাবন তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি মিরসরাইবাসী পরম আত্মীয় ছিলেন, নীরবে,নিভৃতে, সরবে মিরসরাইয়ের জন্য কাজ করে গেছেন এই মানুষটি। তাঁর মৃত্যুতে মিরসরাইবাসী একজন প্রকমত গুণী মানুষকে হারালো। এই শোক কাটাই উঠা অসম্ভব।
তিনি মহান আল্লাহর কাছে মহিউদ্দিন শাহ আলম নিপুর জান্নাতুল ফেরদাউস কামনা করেন। মরহুম শাহ আলম নিপু শনিবার সকাল ৬.৩০ ঘটিকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন অসুস্থ ছিলেন।