হাটহাজারী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
বুধবার (১২ জুন) দুপুরে দিকে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটোরিয়ামে উপজেলা পরিষদ এর নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইউনুচ গণি চৌধুরী , ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন জীবন ও মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম শপথ গ্রহন করেন।
শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম।
এসময় তিনি প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে এখন থেকে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান। শপথ অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান সহ বি়ভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শপথ গ্রহন শেষে নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার।
প্রসঙ্গত, এ দিন চট্টগ্রাম বিভাগের ৫০টি উপজেলার নব-নির্বাচিত ৫০ জন চেয়ারম্যান, ৫০ জন ভাইস চেয়ারম্যান ও ৫০ জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১৫০ জন শপথ গ্রহণ করেন।