চট্টগ্রাম 1:58 am, Wednesday, 1 October 2025

শারদীয় দুর্গাপূজায় চন্দ্রঘোনা গীতাভবন মন্দিরে থাকছে তিনদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা মহাজন বটতল গীতাভবন মন্দিরে এবার শারদীয় দূর্গাপূজায় থাকছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। যেখানে থাকছে স্থানীয় শিল্পীদের পাশাপাশি চট্টগ্রাম শহর থেকে আগত জাতীয় পুরষ্কার প্রাপ্ত টেলিভিশন ও বেতার শিল্পীদের পরিবেশনা।

ইতিমধ্যে  গীতাভবন মন্দিরে পূজার আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্দিরের মন্ডপে বইছে উৎসবের আমেজ।

চন্দ্রঘোনা গীতাভবন মন্দির দূর্গাপুজা আয়োজক কমিটির তথ্যে জানা গেছে, দুর্গাপুজার সপ্তমী, অষ্টমী ও নবমীতে রয়েছে দিনব্যাপী বিভিন্ন আয়োজন। তৎমধ্যে সপ্তমীর দিন সকালে পুজা অর্চনা চলবে, ওইদিন সন্ধা থেকে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান “বাজলো তোমার আলোর বেণু”। যেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় থাকবে সংগীত আয়োজন।

এছাড়া রাঙ্গুনিয়ার নন্দিত কন্ঠশিল্পিরা সহ বিভিন্ন গুণী শিল্পিরা সংগীত পরিবেশন করবেন।মহাঅষ্টমীর দিন সকালে পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি সন্ধায় থাকছে চট্টগ্রাম শহর থেকে আগত বিখ্যাত শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নবমীর দিন সকালে থাকছে চন্ডীপাঠ অনুষ্ঠান। যেখানে বাঙালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ অভেদানন্দ মহারাজ চন্ডীপাঠ করবেন।

এছাড়া সন্ধায় থাকছে আবারো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান “জয় মা দুর্গা, দুর্গতিনাশিনী”। এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের নন্দিত কন্ঠশিল্পী। সাথে রয়েছে গীতিনৃত্যনাট্য অনুষ্ঠান “শক্তিরূপিনী দুর্গা তুমি” সাথে থাকবে দুর্গাপুজোর ঐতিহ্য বাংলা ঢাক-ঢোলের পরিবেশনা।

চন্দ্রঘোনাঐতিহ্যবাহী গীতাভবন পুজামন্ডপের এই আনন্দ আয়োজনে সকলের স-হৃদয়, সহানুভূতি ও স্নিগ্ধ সানুনয় উপস্থিতি কামনা করেছেন মন্দির পরিচালনা পরিষদ এবং দুর্গাপুজার আয়োজক কমিটির সকল সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামগড়ে অবৈধভাবে বালি উত্তোলনকারীর ১ বছরের জেল

শারদীয় দুর্গাপূজায় চন্দ্রঘোনা গীতাভবন মন্দিরে থাকছে তিনদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

Update Time : 09:24:21 pm, Sunday, 28 September 2025

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা মহাজন বটতল গীতাভবন মন্দিরে এবার শারদীয় দূর্গাপূজায় থাকছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। যেখানে থাকছে স্থানীয় শিল্পীদের পাশাপাশি চট্টগ্রাম শহর থেকে আগত জাতীয় পুরষ্কার প্রাপ্ত টেলিভিশন ও বেতার শিল্পীদের পরিবেশনা।

ইতিমধ্যে  গীতাভবন মন্দিরে পূজার আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্দিরের মন্ডপে বইছে উৎসবের আমেজ।

চন্দ্রঘোনা গীতাভবন মন্দির দূর্গাপুজা আয়োজক কমিটির তথ্যে জানা গেছে, দুর্গাপুজার সপ্তমী, অষ্টমী ও নবমীতে রয়েছে দিনব্যাপী বিভিন্ন আয়োজন। তৎমধ্যে সপ্তমীর দিন সকালে পুজা অর্চনা চলবে, ওইদিন সন্ধা থেকে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান “বাজলো তোমার আলোর বেণু”। যেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় থাকবে সংগীত আয়োজন।

এছাড়া রাঙ্গুনিয়ার নন্দিত কন্ঠশিল্পিরা সহ বিভিন্ন গুণী শিল্পিরা সংগীত পরিবেশন করবেন।মহাঅষ্টমীর দিন সকালে পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি সন্ধায় থাকছে চট্টগ্রাম শহর থেকে আগত বিখ্যাত শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নবমীর দিন সকালে থাকছে চন্ডীপাঠ অনুষ্ঠান। যেখানে বাঙালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ অভেদানন্দ মহারাজ চন্ডীপাঠ করবেন।

এছাড়া সন্ধায় থাকছে আবারো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান “জয় মা দুর্গা, দুর্গতিনাশিনী”। এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের নন্দিত কন্ঠশিল্পী। সাথে রয়েছে গীতিনৃত্যনাট্য অনুষ্ঠান “শক্তিরূপিনী দুর্গা তুমি” সাথে থাকবে দুর্গাপুজোর ঐতিহ্য বাংলা ঢাক-ঢোলের পরিবেশনা।

চন্দ্রঘোনাঐতিহ্যবাহী গীতাভবন পুজামন্ডপের এই আনন্দ আয়োজনে সকলের স-হৃদয়, সহানুভূতি ও স্নিগ্ধ সানুনয় উপস্থিতি কামনা করেছেন মন্দির পরিচালনা পরিষদ এবং দুর্গাপুজার আয়োজক কমিটির সকল সদস্যরা।