আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মীরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, মীরসরাই পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আদনান মাহমুদ, মীরসরাই সেনা ক্যাম্পের প্রতিনিধি মো: হাসান, জোরারগঞ্জ থানার ওসি তদন্ত আমিরুল ইসলাম, মীরসরাই পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দেসহ উপজেলা বিভিন্ন মন্দিরের প্রতিনিধি বৃন্দ।
এই সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন “শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা অপরিহার্য। আমরা পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বোপরি এলাকার সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।