সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম -১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন বলেন, “শিক্ষকরা ফ্যাসিবাদ উত্থানের অন্যতম কারিগর”। তাঁরা ভোট চুরির নির্বাচনে সহযোগিতা করেছে। সমর্থন না থাকলেও ভোট চুরি বিরোধিতা করেনি। যদি করতো ফ্যাসিবাদের ক্ষমতা এত দীর্ঘায়িত হতোনা।
সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টায় চট্টগ্রাম শহরের তাসফিয়া কমিউনিটি হলে মিরসরাই জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদ আয়োজিত এই সেমিনারে মিরসরাইয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন।
সাবেক ছাত্রনেতা মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জোবাইদুল ইসলাম সবুজ। শুভেচ্ছা রাখেন ব্যাংকার শরফু উদ্দীন, মেহেদী হাসান চৌধুরী, মোফাজ্জল হোসেন রাজীব।
বিষয়ভিত্তিক এবং নাগরিক প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষাবিদ ড. কামরুল হোসেন, ড. মুহাম্মদ কামাল উদ্দিনে,মিরসরাই এশোশিয়েশনের সভাপতি মাহফুজুল হক মনি, নারী উদ্যোক্তা রুহি মোস্তফা, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, শিক্ষক রেজাউল করিম পিন্টু, মোশারফ হোসেন, প্রভাষক আবিদ, এডভোকেট সিরাজুল ইসলাম বাচ্চু, এডভোকেট নুরুল করিম ইরফান, লায়ন ইলিয়াছ সিরাজী, ব্যাংকার আরাফাত হোসেন, মনজুর মোর্শেদ কনক, তৌহিদ উদ দৌজা, প্রকৌশলী তৌসিফ ইমরোজ শিহান, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, শেখ ফরিদ, নাজিম উদ্দিন, নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী ও ব্যাংকার মঈনুল হোসাইন টিপু। ছাত্র প্রতিনিধি আতিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মুরাদ, ওয়াজেদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস জোহা চৌধুরী, খায়রুল মোস্তফা, লায়ন তাহের আহম্মদ, প্রফেসর আতিকুল ইসলাম লতিফী, শওকত আজম খাজা, সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, দিদারুল আলম মিয়াজী, গাজী নিজাম উদ্দিন, মোহাম্মদ আলমগীর, মিরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সরোয়ার উদ্দিন সেলিম, আমিনুল ইসলাম তৌহিদ, নুরুল আবছার চেয়ারম্যান, জসিম উদ্দিন, মাঈন উদ্দিন লিটন, মেজবাউল হক মানিক, সাবেক ছাত্রনেতা জাহিদুল আফসার জুয়েল, ছাত্রনেতা সরোয়ার হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব করে উনার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান বলেন, আগামী দিনের সুন্দর ও নিরাপদ মিরসরাই গড়তে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমি যদি এমপি নির্বাচিত হই মিরসরাইয়ের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের সমন্বয়ে এলাকায় উন্নয়ন কর্মকান্ড করা হবে। শিক্ষিত বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে তৈরি, দক্ষ মানবসম্পদ তৈরি করতে টেকনিক্যাল কলেজসহ বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, এখানে গড়ে উঠেছে সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। এখানে দেশী-বিদেশী অনেক প্রতিষ্ঠান বিনিয়োগ করেছেন, অনেকে এখনো করছেন। আগামী দিনে এই অর্থনৈতিক অঞ্চলের কারণে বিশ^ মিরসরাইবে চিনবে। আমরা সবাই যার যার জায়গা থেকে দায়িত্ব নিই, তাহলে সোনার মিরসরাই হিসেবে গড়ে উঠবে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















