স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশে স্থায়ী সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব হয়নি উল্লেখ করে জিয়া মঞ্চ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল বলেছেন, “এর ফলে নীতি-নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক ও দক্ষ জনগোষ্ঠী তৈরি ব্যাহত হচ্ছে। বিগত আওয়ামী সরকারের দুঃশাসনে শিক্ষা ব্যবস্থায় চরম কুঠারাঘাত করা হয়েছে, যা একটি প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার সময়ের দাবি।”
শনিবার (৩০ আগস্ট) সকালে রাঙ্গুনিয়া পৌরসভা জিয়া মঞ্চ আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভা জিয়া মঞ্চের আহ্বায়ক রফিকুল কাদের। সঞ্চালনা করেন সদস্য সচিব মেহেদী হাসান টিপু এবং উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুহাম্মদ শওকত আলী নূর। প্রধান আলোচক ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ-সভাপতি শাহাদাত হোসেন পলাশ এবং উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াকিল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম ফারুক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু,জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক আবদুল গফুর খান, সহ-মানবাধিকার সম্পাদক খোরশেদ আলম ফারুকী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এখতেয়ার হোসেন, মসিউদ্দৌলা, চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চ আহ্বায়ক খোরশেদ আলম, দক্ষিণ জেলা আহ্বায়ক শাহ আলম, উত্তর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, মহানগর সদস্য সচিব আমিন, দক্ষিণ জেলার সদস্য সচিব এডভোকেট ইস্কান্দার আলম চৌধুরী, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক এজলাস, সহ-সাংগঠনিক এসকান্দর আলী তালুকদার, সহ-সভাপতি আবদুল কাদের, যুগ্ম সম্পাদক সাহেদ আকবর, উপজেলা সভাপতি আবদুল আলিম ও সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি এম এ মান্নান বাবুল, বখতিয়ার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, সিনিয়র যুগ্ম সম্পাদক ওসমান সিকদার, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, পৌর জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক দিদার আলম, আবু বকর, আয়ুব খান, মুন্না প্রমুখ।
প্রধান বক্তা শওকত আলী নূর তার বক্তব্যে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ গঠনে মেধাবী শিক্ষার্থীদের সর্বদা মূল্যায়ন করতেন। তাই ঘুষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আজ সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের শপথ নিতে হবে।”
অনুষ্ঠানে রাঙ্গুনিয়ার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।