চট্টগ্রাম 6:28 am, Thursday, 10 July 2025

শিল্প মন্ত্রী হয়েও প্লট নেইনি, জমিও দখল করিনি: দিলীপ বড়ুয়া

আমি শিল্প মন্ত্রী হয়েও প্লট নেইনি, জমিও দখল করিনি।সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আরও বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকা সর্বপ্রথম আমি প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে দেখিয়েছি। আমার কারণে সমুদ্র উপকূলে জেগে ওঠা অবহেলিত চর আজকে দেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্যবাদী দলের আলোচনা সভায় তিনি এসব বলেন।

দিলীপ বড়ুয়া আরো বলেন, রাজনৈতিক বিবেচনায় মিরসরাইয়ের চেয়ে আর কেউ যোগ্য বলে আমি মনে করি না। এখন আমার বয়স শেষ পর্যায়ে। এতদিন আমি অপেক্ষা করেছি। এখন মোক্ষম সময়। প্রধানমন্ত্রী আমাকে যে প্রতীকে মনোনয়ন দেবেন সে প্রতীকে আমি জনগণের কাছে ভোট চাইবো। রাজনীতি করি জনগণের ভালোবাসা পাওয়ার জন্য।

তিনি বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যদি নমিনেশন নিয়ে আসেন তার পক্ষে নির্বাচন করবো। তিনি পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা তাকে শ্রদ্ধা জানাই। তার নেতৃত্বে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে চট্টগ্রাম -১ আসন মিরসরাইতে কেউ আমাদের হারাতে পারবে না। সবার স্বপ্ন থাকে এমপি হওয়ার কিন্তু প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। মন্ত্রী হয়ে দুর্নীতি করিনি যতটুকু পেরেছি মিরসরাইবাসীর কল্যাণের জন্য কাজ করেছি।
দুর্নীতি করিনি জনগণের জন্য সবসময় কাজ করেছি। আমি জনগণের জন্য জীবনের শেষ সময় ব্যয় করতে চাই।

বাংলাদেশ সাম্যবাদী দলের মিরসরাই উপজেলার আহ্বায়ক সালেহ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রণজিৎ বড়ুয়ার অনুষ্ঠানে সুলতান আহম্মেদ, সাইমুম হক, রণজিত বড়ুয়া, বিজয় বড়ুয়া, মুক্তার আহম্মেদ, নুরুল আলম, নাজিম উদ্দিনসহ সাম্যবাদী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে ভাগিনার হাতে মামা খুন

শিল্প মন্ত্রী হয়েও প্লট নেইনি, জমিও দখল করিনি: দিলীপ বড়ুয়া

Update Time : 09:14:35 am, Friday, 1 September 2023

আমি শিল্প মন্ত্রী হয়েও প্লট নেইনি, জমিও দখল করিনি।সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আরও বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকা সর্বপ্রথম আমি প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে দেখিয়েছি। আমার কারণে সমুদ্র উপকূলে জেগে ওঠা অবহেলিত চর আজকে দেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্যবাদী দলের আলোচনা সভায় তিনি এসব বলেন।

দিলীপ বড়ুয়া আরো বলেন, রাজনৈতিক বিবেচনায় মিরসরাইয়ের চেয়ে আর কেউ যোগ্য বলে আমি মনে করি না। এখন আমার বয়স শেষ পর্যায়ে। এতদিন আমি অপেক্ষা করেছি। এখন মোক্ষম সময়। প্রধানমন্ত্রী আমাকে যে প্রতীকে মনোনয়ন দেবেন সে প্রতীকে আমি জনগণের কাছে ভোট চাইবো। রাজনীতি করি জনগণের ভালোবাসা পাওয়ার জন্য।

তিনি বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যদি নমিনেশন নিয়ে আসেন তার পক্ষে নির্বাচন করবো। তিনি পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা তাকে শ্রদ্ধা জানাই। তার নেতৃত্বে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে চট্টগ্রাম -১ আসন মিরসরাইতে কেউ আমাদের হারাতে পারবে না। সবার স্বপ্ন থাকে এমপি হওয়ার কিন্তু প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। মন্ত্রী হয়ে দুর্নীতি করিনি যতটুকু পেরেছি মিরসরাইবাসীর কল্যাণের জন্য কাজ করেছি।
দুর্নীতি করিনি জনগণের জন্য সবসময় কাজ করেছি। আমি জনগণের জন্য জীবনের শেষ সময় ব্যয় করতে চাই।

বাংলাদেশ সাম্যবাদী দলের মিরসরাই উপজেলার আহ্বায়ক সালেহ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রণজিৎ বড়ুয়ার অনুষ্ঠানে সুলতান আহম্মেদ, সাইমুম হক, রণজিত বড়ুয়া, বিজয় বড়ুয়া, মুক্তার আহম্মেদ, নুরুল আলম, নাজিম উদ্দিনসহ সাম্যবাদী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।