চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম বলেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়নে শেখ হাসিনা বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছেন। আমরা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি।
উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ-সব কথা বলেন।
এমপি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুকন্যা। তাই আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই। আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আমাদের মনে রাখতে হবে নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্ত্বার প্রতীক। তাই নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই। তিনি বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
১ নং সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাসেম ভূঁইয়ার সভাপতিত্বে এবং ১নং সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণত সম্পাদক মো: নিজাম উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (২৮১ চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড) সংসদীয় আসনের সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জনাব আলহাজ্ব দিদারুল আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া। উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাস্টার আবু বক্কর, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সদস্য হারুনুর রশিদ ভূঁইয়া, অধ্যাপক আশরাফ উদ্দিন, মোহাম্মদ বেলাল হোসেন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, ছাত্রনেতা মো: হারুন সহ ১নং সৈয়দপুর ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
শোকসভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত সহকারে অসহায় ও অভুক্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।