রাঙামাটির কাপ্তাইয়ে শ্রীমদ্ভাগবত সংঘ’র ৯ তম নবগঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ মে) সন্ধায় কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরিমন্দির প্রাঙ্গনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত সংঘের সভাপতি বিপ্লব কুমার মল্লিক এর সভাপতিত্বে আর্শীবাদক হিসেবে উপস্থিত কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরিমন্দিরের বিশিষ্ট ব্যক্তিত্ব স্বপন সেন, তপন মল্লিক, সুবর্ণ ভট্টাচার্য্য, অমলেন্দু ধর, সজল রায়, রতন মল্লিক, দীপু রঞ্জন চৌধুরী, আশীষ দাশ, বাবুল মল্লিক, উত্তম মল্লিক, উৎপল ভট্টাচার্য্য, দীপু মল্লিক, অমিত দে, দীলিপ পাল, সুমন ভৌমিক, রূপক মল্লিক, নীলকান্ত মল্লিক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শ্রীমদ্ভাগবত সংঘের সাধারন সম্পাদক সুমন মল্লিক, অনুষ্ঠান সঞ্চালনা করে উজ্জল মল্লিক।
এর আগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ মল্লিক, সুভাষ মল্লিকের পরিচালনায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয় এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।