চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ হওয়ার গৌবর অর্জন করেছেন সেকেন্ড লেফটেন্যান্ট মো. আবু তালেব। তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্ণফুলী রেজিমেন্ট ১১ বিএনসিসি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার।
রবিবার (১২ জানুয়ারি) বিকেলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় তাকে ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ নির্বাচিত করেন। তিনি হাটহাজারী পৌরসভা ৮নং ওয়ার্ড মীরের খিল গ্রামের হাজী মুন্সি মিয়া বাড়ির মো. আবদুল শুক্কুর এর জ্যেষ্ঠ পুত্র।
উত্তর চট্টলার ঐতিহ্যবাহী হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আবু তালেব তাঁর এমন শ্রেষ্ঠত্বের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি ২০১৬ খ্রিষ্টাব্দে ২৯ মে তিনি হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনে (সেনা শাখা) প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হিসেবে যোগ দেন।
এরপর ২০১৭ সালে সফলতার সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে প্রি-কমিশন ট্রেনিং সুসম্পন্ন করেন। পরবর্তীতে ২০২৪ সালের ২৩ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন।
উল্লেখ্য, গত ২০১৬ সালে প্রথম, ২০১৯ সালে দ্বিতীয় ও ২০২২ সালে তৃতীয়বারের মত হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সেকেন্ড লেফটেন্যান্ট মো. আবু তালেবকে হাটহাজারী উপজেলায় ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ নির্বাচিত করেছিল।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 


















