দীর্ঘ ভোগান্তির পর অবশেষে রাঙ্গুনিয়ার মরিয়মনগর-গাবতল সড়ক সিএনজি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। শান্তিনিকেতন এলাকায় সংস্কারকাজ চলমান থাকায় দীর্ঘদিন ধরে এ সড়ক বন্ধ ছিল। এতে স্থানীয় জনগণ ও যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছিল।
গতকাল এই বিষয়ে সড়ক বন্ধে দীর্ঘদিনের ভোগান্তি নামে একটি সংবাদ প্রকাশ করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় সিএনজি চলাচলের জন্য সড়কটি আজ শনিবার থেকে উন্মুক্ত করে দেয়া হয়।
সড়কটি খুলে দেয়ায় সিএনজি, অটোরিকশা এবং ছোট যানবাহন চলাচল শুরু করেছে। স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।