চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন করেরহাট রেঞ্জের করেরহাট বিট কাম চেক স্টেশন কর্তৃক এক অভিযানে সংরক্ষিত বনভূমিতে গাছ কাটার সময় হাতেনাতে ১ আসামী আটক করে বনবিভাগ। রবিবার (২৪ আগষ্ট) বন বিভাগের মামলায় আদালতে সোপর্দ করা হয়।
জানা যায়, গত রবিবার বিকেলে রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্ট মৌজার ফেনী ব্লকের লোহার ব্রীজের দক্ষিন-পশ্চিম পাশের সংরক্ষিত বন ভূমিতে সেগুন গাছ কাটার সময় ১ জন আসামী হাতেনাতে আটক করা হয়। এসময় আরো ৩ আসামি পালিয়ে যায়। তাদেরকে সনাক্ত করে মামলা দায়ের করা হয়।
সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদের সার্বিক তত্ত্বাবধানে ও করেরহাট বিট কাম চেক স্টেশন এর স্টেশন কর্মকর্তা মো: আলাল উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় টহল দলসহ এই অভিযান পরিচালনা করা হয়।
ঘটনাস্থল থেকে ১৬ টু:=২৯.৮৮ ঘনফুট সেগুন গোল কাঠ, সেগুন জ্বালানী ৩৬.০ ঘনফুট, বিভিন্ন পরিমাপের সেগুন মোথা=৫ টি, ১ টি ছেও কড়াত, ১ টি কুড়াল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্টেশন হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আসামী যথাসময়ে আদালতে সোপর্দ করাসহ বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বন অপরাধ প্রতিহত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং বাগান এলাকায় টহল জোরদার করার নির্দেশ প্রদান করেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার।