চন্দ্রঘোনা-রাজস্থলী সড়কের ইসলামপুর জামতলা এলাকায় দুই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে রাঙ্গুনিয়ার মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ হানিফ (৬০)। এ ঘটনায় আরো দুজন যাত্রী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজস্থলী থেকে আসা সিএনজি অটোরিক্সার সাথে বাঙ্গালহালিয়া দিক থেকে রাজস্থলী যাওয়ার পথে সিএনজি অটোরিক্সা জামতলা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গাড়ি দুটি দুমড়ে মুছড়ে যায়। অটোরিক্সার যাত্রী ঞোনাইচিং মারমা এবং তার আড়াই বছরের সন্তান থুইনুচিং মারমা ও রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর গ্রামের মাছ ব্যবসায়ী হানিফ আহত হয়।
আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নেওয়ার পথে হানিফের মৃত্যু হয়।