বারৈয়ারহাট -রামগড় -খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় – সোনাইপুল অংশ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর সকাল ৯ টায় রামগড় উপজেলার সর্বস্তরের জনসাধারন এর ব্যানারে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত সড়কে ধানের চার রোপন করে উপস্থিত জনতা।
মানববন্ধনে অংশ নিয়ে রামগড় পৌরসভার সাবেক কাউন্সিল মহিউদ্দিন হারুন বক্তব্যে বলেন যে, সড়ক প্রশস্তকরণ গত প্রায় এক বছর গুরুত্বপূর্ণ সড়কটি অবিভাবকহীন অবস্থায় পড়ে আছে। রামগড়ের বিভিন্ন সংগঠন কিছু দিন পরপর ইট-বালি দিয়ে মেরামত করে দিলেও বর্তমানে সড়কটি অতি ঝুঁকিপূর্ণ। তিনি আরও বলেন যে সড়কটির প্রশস্তকরণ প্রকল্পের ভারতীয় ঠিকাদার প্রায় আজ একবছর কাজ অসমাপ্ত রেখে পালিয়ে গেছে আমরা শুনেছি, ঠিকাদার কাজ না করলে স্বাভাবিক ভাবে সড়ক মেরামতের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। কিন্তু এখানে গত একবছর সড়ক বিভাগ কোন কাজ করেনি, দ্রুত মেরামতের দাবিতে আজ আমরা সিমিত আকারে কর্মসূচি পালন করছি।
আমরা আশা করি অল্প সময়ে সড়ক টি মেরামত হবে , অন্যথায় রামগড়ের জনগন ব্যাপক আন্দোলন গড়ে তুলবে।
এবিষয় জানাযায় যে, বারৈয়ারহাট- রামগড় আঞ্চলিক মহাসড়ক নং আর ১৫১ এবং আর ১৫২ টি প্রশস্তকরণ প্রকল্পের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অশোক বিল্ডকন লি: ৫০% কাজ শেষ করে গত বছর সরকার পরিবর্তনের পর পালিয়ে যায়। এর মধ্যে কাজের ২ বছর মেয়াদও শেষ হয়েছে, সরকার কাজের মেয়াদ বাড়ানোর পরেও ঠিকাদার কাজ করছে না।