সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ নদীর ধারে সুইচ গেইটের পাশে চরের মধ্যে একটি অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ উদ্ধার করছে সন্দ্বীপ থানা পুলিশ । ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ৯ টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা যায় সকালে মৃত দেহ টি জোয়ারের পানিতে ভেসে আসতে দেখে লাশটিকে স্হানীয় জনতা নদীর ধারের উপরে নিয়ে আসে । পরবর্তীতে স্হানীয় জনতা সন্দ্বীপ থানা পুলিশ কে অবহিত করে, ।
তবে লাশটির নাম ও পরিচয় জানা সম্ভব হয় নি। এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন লাশটি ভেসে আসলে স্হানীয় জনতা আমাকে খবর দিলে সাথে সাথে পুলিশের একটি টিম পাঠিয়ে থানায় এনে মর্গে পাঠিয়ে দিলে ময়না তদন্ত শেষে জানার চেষ্টা করা হবে কোথাকার লাশ।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে 



















