চট্টগ্রাম 7:06 pm, Tuesday, 20 January 2026

সন্দ্বীপে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান ৩০ হাজার মিটার জাল ধ্বংস

সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে অবৈধ মৎস্যজাল অপসারণে সফল বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) “বিশেষ কম্বিং অপারেশন ২০২৬”-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহর নেতৃত্বে এবং চট্টগ্রাম জেলার জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সার্বিক সমন্বয় করেন সন্দ্বীপ উপজেলা মৎস্যকর্মকর্তা মো. আতিকুল্লাহ।

অভিযানকালে কোস্ট গার্ড পূর্ব জোনের সন্দ্বীপ স্টেশনের সিসি মো. সুজন আলী নিরাপত্তা সহায়তা প্রদান করেন। এ সময় সীতাকুণ্ড উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাসিম বিল্লাহ ও এটিএন বাংলার সাংবাদিক মীর এমদাদ আলী উপস্থিত ছিলেন।

অভিযানে সমুদ্র তীরবর্তী এলাকা থেকে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল খুঁটিসহ অপসারণ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার লক্ষ টাকা। উদ্ধারকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অভিযান ইলিশসহ সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে লরির ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

সন্দ্বীপে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান ৩০ হাজার মিটার জাল ধ্বংস

Update Time : 06:52:44 pm, Tuesday, 20 January 2026

সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে অবৈধ মৎস্যজাল অপসারণে সফল বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) “বিশেষ কম্বিং অপারেশন ২০২৬”-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহর নেতৃত্বে এবং চট্টগ্রাম জেলার জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সার্বিক সমন্বয় করেন সন্দ্বীপ উপজেলা মৎস্যকর্মকর্তা মো. আতিকুল্লাহ।

অভিযানকালে কোস্ট গার্ড পূর্ব জোনের সন্দ্বীপ স্টেশনের সিসি মো. সুজন আলী নিরাপত্তা সহায়তা প্রদান করেন। এ সময় সীতাকুণ্ড উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাসিম বিল্লাহ ও এটিএন বাংলার সাংবাদিক মীর এমদাদ আলী উপস্থিত ছিলেন।

অভিযানে সমুদ্র তীরবর্তী এলাকা থেকে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল খুঁটিসহ অপসারণ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার লক্ষ টাকা। উদ্ধারকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অভিযান ইলিশসহ সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।