আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে সন্দ্বীপে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্দ্বীপ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে টিটিসি প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিটিসিতে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা গেলে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ সরফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব প্রকৌশলী কামরুল হাসান এবং বদরশাহ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কো-অর্ডিনেটর মাহবুবুল মাওলা। এ সময় টিটিসির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রবাসে কর্মরত তিনজন সফল রেমিটেন্স যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি 

















