সন্দ্বীপের ১৬নং সারিকাইত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মালেক লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় সারিকাইত কাজীপাড়া তেমাথায় ফাউন্ডেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আব্দুল মান্নান ও মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক ইউছুপ আলী মামুন।
এ বছর পরীক্ষায় সন্দ্বীপের ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী এবং একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে মোট ৫৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ১৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
ফলাফলে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে মোট ১৮৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এর মধ্যে ৪র্থ শ্রেণিতে ১৩ জন ট্যালেন্টপুল ও ৬২ জন সাধারণ গ্রেডে এবং ৮ম শ্রেণিতে ৩ জন ট্যালেন্টপুল ও ২২ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর শনিবার সাউথ সন্দ্বীপ কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফল প্রকাশ উপলক্ষে পূর্ববর্তী পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সহকারী সচিব শোয়াইবের সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক রফিক আলম, মাস্টার আবু নাসের পনির, ইবনুর শারমান ইরানসহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন প্রমুখ।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি 


















