সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমার উদ্যোগে উপজেলার বিভিন্ন এতিমখানা ও ভ্রাম্যমাণ গরিব-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। একই দিনে তিনি সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে একাধিক ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ইউএনও মংচিংনু মারমা নিজে হেঁটে হেঁটে উপজেলার বিভিন্ন এলাকায় এতিম শিশু ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র পেয়ে এতিম শিশু ও দরিদ্র মানুষজন উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শীত মৌসুমে এমন সহযোগিতা তাদের জন্য অনেকটা স্বস্তি বয়ে এনেছে বলে জানান।
এদিকে একই দিন সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনরত উপজেলা নির্বাহী অফিসার মুছাপুর, গাছুয়া হারামিয়া, সন্তোষপুর ও আমানউল্লাহ ইউনিয়নের মোট ১২টি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ, পানি ও স্যানিটেশনসহ বিভিন্ন বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা করেন এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আতিক উল্ল্যাহ এবং অফিসার্স ক্লাবের সেক্রেটারি ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. আখতারুজ্জামান সুজন উপস্থিত ছিলেন।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি 


















