সন্দ্বীপে মগধরা ৮ নং ওয়ার্ডের মান্নান সওদাগরের বাড়ির পুকুরে গতকাল সোমবার সকাল ১১ টায় ১৭০ পিছ টিন ও ১৮৫০ পিস টাইস সহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করে সন্দ্বীপ থানা পুলিশ।
জানা গেছে ৫ অক্টোবর চট্টগ্রামের চাকতাই থেকে মালের বোট হাতিয়ার উদ্যেগে ছেড়ে সাগরের মাঝখানে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে সন্দ্বীপ ছোঁয়াখালি ঘাটের দক্ষিণ পাশের চরে আটকে যায়, ওখানে বোট আটকের সংবাদ পেয়ে এলাকার কিছু দুস্কতিকারী চোর চক্র বোটে থাকা টিন নঙ্গর টাইস সহ আনুষাঙ্গিক আরো অনন্য মালামাল চুরি করে নিয়ে যায় , ট্রলার ইঞ্জিন বিকল হলে সে সময় বৈরী আবহাওয়ার কারণে ট্রলারের তলার কাঠ ফেটে পানি প্রবেশ করলে ট্রলারে থাকা সারেং-খালাসিরা বেড়িবাঁধেরনভিতরে আশ্রয় নেয়। পরদিন বুধবার বিকালে তাদের ট্রলারের কাছে অন্য একটি ট্রলার দেখতে পেয়ে বেড়িবাঁধ থেকে ট্রলারের কাছে গেলে দেখতে পান একদল লোক তাদের দুর্ঘটনা কবলিত বোট থেকে মালামাল নিয়ে যাচ্ছে।
ট্রলারের মালিক মো. কামরান জানান ট্রালারে নতুন টিন, নোঙর, টাইলস, ট্রলারটির পাখা-সেফ, বড় দুইটা ব্যাটারিসহ প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার মালামাল রয়েছে প্রায় ১ হাজার বস্তা ইউরিয়া সার ও ২৫০ বস্তা সিমেন্ট পানি ঢুকায় নষ্ট হয়ে যায়।
সংবাদ পেয়ে সন্দ্বীপ থানা পুলিশের এসআই সৈয়দ আহম্মেদের নেতৃত্ব অভিযান পরিচালনা করে মালামাল সহ উদ্ধার করে, গোপন সংবাদের বৃত্তিতে পুলিশ দুইজন কে আটক করতে সক্ষম হয়।তারা হল সন্টু দাশ (২৩) ও আবুল কাশেম প্রকাশ কাশেম বেকারি( ৩০)চুরির ঘটনায় জড়িত মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল বশর(৩০) প্রকাশ ডেকারেশন বশর ও ৯ নম্বর ওয়ার্ডের অধিবাসী পিন্টু(২৮) কে আটক করা হয়েছে বলে জানান
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সায়েদ আহমেদ। তাদের সাতদিনের রিমান্ড আবেদন জানালে আদালত রিমান্ড না মনজুর করে জেল হাজতে প্রেরণ করেন।
এঘটনায় সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ০৫