সন্দ্বীপে পৃথক অভিযানে এক এক ইয়াবা ব্যাবসায়ীকে আটক করছে সন্দ্বীপ থানা পুলিশ, শুক্রবার ২২ মার্চ দুপুর ১ টার সময় মুছাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মকবুল আহম্মেদ মাঝির বাড়ীর সন্দ্বীপ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে আবদুর রহিম রাসেলের বসতঘরের ভিতরে দুইজন মাদক ব্যাবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছেন।
এ সংবাদ পেয়ে উপস্থিত সাক্ষী ও জনসাধারণের সম্মুখে মুছাপুরের মকবুল আহম্মেদ মাঝির বাড়ীর রুহুল আমিনের ছেলে আবদুর রহিম রাসেল (৩৫) কে ৪৮ পিস ইয়াবা সহ আটক করে পুলিশ , পুলিশ অভিযান পরিচালনা করা কালে তার পরিহিত সাদা পেন্ট থেকে ৪৮ পিস ইয়াবা আব্দুর রহিম বের করে দেয়, যার বাজার মূল্য ১৪ হাজার টাকা। এ বিষয়ে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) অনুযায়ী সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ০৮। সাব ইন্সপেক্টর চয়ন দাশগুপ্ত উক্ত মামলাটি তদন্ত করবেন।
এ বিষয়ে সন্দ্বীপ থানার ওসি মোঃ কবির হোসেন বলেন শুক্রবার জুমার নামাজের আগে গোপন সংবাদের ভিত্তিতে জানার পর দ্রুত আমি পুলিশ ফোর্স পাঠিয়ে ইয়াবা ব্যাবসায়ী ধরতে সক্ষম হই, মাদক সহ যে কোন অপরাধীকে আইনের আওতায় আনার জন্য আমাদের পুলিশ সদস্যদের অভিযান অব্যাহত থাকবে।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে 



















