আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক আমজাদ হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা শাখার আয়োজনে এ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। দলীয় প্রতীক ‘হাতপাখা’ নিয়ে আয়োজিত এ নির্বাচনী প্রচারণায় কয়েক শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে।
শোভাযাত্রাটি গুপ্তছড়া ঘাট থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে এনাম নাহার মোড়ে গিয়ে পথসভায় পরিণত হয়। পুরো শোভাযাত্রা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়; রাস্তার দুই পাশে নারী, পুরুষ ও শিশুরা দাঁড়িয়ে শোভাযাত্রা উপভোগ করেন।
পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মীর ইসমাইল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূঁইয়া।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “আমি মৌসুমের রাজনীতি করতে আসিনি; আমি এসেছি সন্দ্বীপবাসীর প্রতিদিনের সঙ্গী হতে। আমি একমাত্র আপনাদেরকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি—আপনারাও আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবেন।”
তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ গুটিকয়েক দলের মতো শুধু নির্বাচন এলে মাঠে নামে না। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমরা সবসময়ই সক্রিয়। সন্দ্বীপের মানুষের দোয়া ও সমর্থন নিয়েই এগিয়ে যেতে চাই।”
সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আবু বকর, সহ-সভাপতি, হাফেজ মহিব্বুল্লাহ,সহ-সভাপতি,মাওলানা মাহফুজুর রহমান শামীম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আমীন রসুল রিয়াদ,এসিস্ট্যান্ট সেক্রেটারি, মাওলানা জোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক, মুফতি শেখ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক, মাহমুদুল হাসান, দ্বীনি সংগঠনের সদর, ওমর ফারুক, সাধারণ সম্পাদক, মাওলানা মুসলিম উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতিরমাস্টার মাকসুদুর রহমান।, মাওলানা মুফতী মনিরুল আলম ,, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি, মাওলানা সানাউল্লাহ, সহ-সভাপতি, মাওলানা আব্দুল করিম, সাধারণ সম্পাদক, মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি, ইয়াসীন আরাফাত ভূঁইয়া, সহ-সভাপতি, আশরাফুল আলম, সাধারণ সম্পাদক, নাজমুস সাকিব আবরার,মজিবুর রহমান, সহ অনেকে।
পুরো আয়োজনকরে জুড়েই নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে প্রাণবন্ত উপস্থিতি এবং নির্বাচনী আগ্রহ লক্ষ করা যায়।