আগামী ১৯ জুলাই সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ হয়েছে ২৭ জুন। মনোনয়ন প্রত্যাহারের তারিখ ছিলো গতকাল ২৬ জুন।
২৬ জুন ৪ জন প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন প্রভাষক মোঃ সিরাজ।বাকী তিনজন প্রার্থীর মধ্যে মঙ্গলবার প্রতীক বরাদ্ধে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওমর ফারুক পেয়েছেন তালা মার্কা, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন সন্দ্বীপি পেয়েছেন টিউবওয়েল প্রতীক, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম জিল্লু পেয়েছেন চশমা প্রতীক।
সকাল থেকে প্রার্থীরা একে একে নির্বাচন অফিসে এসে তাদের পছন্দের প্রতীক নিয়ে, বেলা ২ টা থেকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রচারণা নেমে গেছেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশিষ দাস জানান উক্ত নির্বাচন সুস্থ ভাবে সম্পন্ন করতে তিনজন ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা কত হবে তা নিশ্চিত করা হবে উপজেলা পরিষদের আইন শঙ্খলা মিটিং-এ। সন্দ্বীপ উপজেলার মোট ভোটার রয়েছে ২.৩৯.৬১০ জন, মোট ভোট কেন্দ্র ৮৬ টি, ভোট কক্ষ ৫৭২ টি। ভোট হবে ব্যালটের মাধ্যমে।