বেলা ১০ টায় সন্দ্বীপের ঐতিহ্য বাহী বাজার মালেক মুন্সি বাজার ও সেনের হাট মাছ বাজারে গিয়ে দেখা গেছে কোন মাছ ব্যবসায়ী তাদের জন্য নির্ধারিত জায়গায় নেই। তারা সেখান থেকে এক কিলোমিটার দুরে সন্দ্বীপের প্রাণ কেন্দ্র এনাম নাহার চার রাস্তা মোড়ে এসে মাছ বিক্রি করছেন দেদারছে, যদিও এই মোড়ে কোন মাছ ও সবজির হাট বসার সরকারি কোন অনুমতি নেই, কিন্তু কে শুনে কার কথা অভিযোগ রয়েছে এনাম নাহার মোড়ের কিছু ব্যবসায়ী এসব মাছ সবজি ও মাংস ব্যবসায়ীদের এখানে বসার অনুমতি দিয়ে মোটা হারে চাঁদা নিচ্ছেন, এ মাছ ব্যাবসায়ীদের কারণে এ মোড়ে নিত্য ভোগান্তি পথচারীদের।
রবিবার সকাল ১০ টায় এনাম নাহার মোড়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাজী আলী রেস্তোরাঁ সামনে থেকে ফয়সাল ডিপার্টমেন্টাল পর্যন্ত রাস্তায় বড় চকি বসিয়ে মাছ বিক্রি করছেন ব্যবসায়ী। কেউ আবার মাছের বড় বড় পাতিল রাস্তার উপড়ে বসিয়ে মাছের পসরা সাজিয়ে মাছ বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। এতে মাছ ক্রেতাদের কারণে দুটি ট্রাক ওভারটেক করার সময় প্রায় আধা ঘণ্টা সময় আটকে ছিলো এখানে এতে ভোগান্তি আরো বেড়ে যায়। এ সব সমস্যার কারণে সারাদিন যানজটের কারণে ২ মিনিটেরে এই রাস্তাটি পার হতে পথচারীদের সময় লেগে যায় প্রায় আধা ঘণ্টা। এনাম নাহার মোড়ে রয়েছে সন্দ্বীপ থানা, ফায়ার সার্ভিস বিভিন্ন সরকারি বেসরকারি অফিস রয়েছে প্রায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব অফিস গামী ব্যক্তি রাস্তার উপর বসা এসব মাছ ব্যবসায়ীদের জন্যই এমন সমস্যা নিয়মিতই হয় বলে অভিযোগ করেন এ মাছ বাজার এলাকার একাধিক ব্যবসায়ী। এখান দিয়ে প্রতিদিন গাড়ি, ট্রাক, অ্যাম্বুলেন্স, অটোভ্যান, মাহিন্দ্রা থ্রি হুইলার, মাইক্রোবাস, রিক্সা, মোটরসাইকেল, বাইসাইকেল পিকআপসহ আরও অনেক যানবাহন নিয়মিত চলাচল করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা বলেন যারা রাস্তার উপর মাছ ও হাট বসাবে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কে উচ্ছেদ করবো। এবং আইনানুগ ব্যবস্হা গ্রহন করবো।