চট্টগ্রাম 8:36 pm, Tuesday, 14 October 2025

সন্দ্বীপে এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মবিরতি

বাসা ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এমপিওভুক্ত স্কুল, কলেজ শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।

সোমবার সকাল ১০টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে এবং কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে উপজেলার প্রায় সবকটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পুলিশের লাঠিচার্জ ও হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয় বলে জানান শিক্ষকরা।

মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ, উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ, কাসেম হয়দার মহিলা কলেজ, কালাপানিয়া উচ্চ বিদ্যালয়, সন্দ্বীপ আইডিয়েল উচ্চ বিদ্যালয়, বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়, সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়, এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে অফিসকক্ষে অবস্থান নেন।

তাঁরা চলমান আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের সচেতন করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষক নেতারা বলেন, “এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবির বিষয়ে সরকারের অবহেলা হতাশাজনক। প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি শিক্ষাব্যবস্থাকে চরমভাবে ব্যাহত করছে।”

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অভিভাবকরাও পড়াশোনায় বিঘ্ন ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাকসু নির্বাচনে রাঙ্গুনিয়ার কে এস কে হৃদয়ের প্রচারণা দৃষ্টি কেড়েছে সবার

সন্দ্বীপে এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মবিরতি

Update Time : 04:59:19 pm, Tuesday, 14 October 2025

বাসা ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এমপিওভুক্ত স্কুল, কলেজ শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।

সোমবার সকাল ১০টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে এবং কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে উপজেলার প্রায় সবকটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পুলিশের লাঠিচার্জ ও হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয় বলে জানান শিক্ষকরা।

মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ, উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ, কাসেম হয়দার মহিলা কলেজ, কালাপানিয়া উচ্চ বিদ্যালয়, সন্দ্বীপ আইডিয়েল উচ্চ বিদ্যালয়, বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়, সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়, এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে অফিসকক্ষে অবস্থান নেন।

তাঁরা চলমান আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের সচেতন করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষক নেতারা বলেন, “এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবির বিষয়ে সরকারের অবহেলা হতাশাজনক। প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি শিক্ষাব্যবস্থাকে চরমভাবে ব্যাহত করছে।”

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অভিভাবকরাও পড়াশোনায় বিঘ্ন ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন।