সন্দ্বীপ (গুপ্তছড়া) – সীতাকুণ্ড (বাঁশবাড়িয়া) নৌরুটে চলাচলকারী কপোতাক্ষ ফেরীর মাস্টার ও ইঞ্জিন ইনচার্জের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপের স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে।
শুক্রবার বিকেল ৩ টায় কপোতাক্ষ ফেরির কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন কপোতাক্ষ ফেরীর মাস্টার মো. সাইফুল ইসলাম ও ইঞ্জিন ইনচার্জ জাকির হোসেন ।
সভায় ফেরী চলাচলের বর্তমান অবস্থা, যাত্রীসেবা, নিরাপত্তা ও যাত্রীদের ভোগান্তি কমানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকরা স্থানীয় জনসাধারণের মতামত ও অভিযোগ তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। গতকাল ফেরিসার্বিস কেন বন্ধ ছিল সংবাদকর্মিদের এক প্রশ্নের জবাবে কপোতাক্ষ ফেরি কতৃপক্ষ জানান ইঞ্জিনের বিয়ারিং সমস্যা জনিত কারণে ফেরি বন্ধ ছিল।
সভায় মাস্টার ও ইঞ্জিন ইনচার্জ বলেন বর্তমানে ফেরি চলাচলে কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা হলো নাভ্যতা সংকট, জেলেদের জাল সমস্যা, ভাসমান ওয়ার্কসফ ও গভীর নলকূপ।
ফেরীর মাস্টার ও ইঞ্জিন ইনচার্জ তাদের বক্তব্যে ফেরী পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং যাত্রীসেবার মানোন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভা শেষে ভবিষ্যতে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে সন্দ্বীপবাসীর জন্য নিরাপদ ও মানসম্মত নৌসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন কপোতাক্ষ ফেরির কতৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি, সদস্য সচিব অধ্যক্ষ কামরুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান, সদস্য শাহাদাত হোসেন, উপজেলা প্রেস ক্লাব সদস্য এমদাদ হোসেন, সাংবাদিক নওশাদ ও নজরুল ইসলাম
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ 



















